নিজস্ব প্রতিবেদক : আনোয়ারা (চট্টগ্রাম) পারকী সৈকতকে একটি আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে নানান পরিকল্পনা রয়েছে পর্যটন কর্পোরেশনের, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের মধ্যে রয়েছে কয়েকটি পর্যটনকেন্দ্র তার মধ্যে পারকী সৈকতও রয়েছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।এসময় তিনি পর্যটন কর্পোরেশন কতৃক নির্মাণাধীন পারকী সৈকত উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি, পরিদর্শনকালে কাজের মান ঠিক রাখার কঠোর নির্দেশনা দেন মন্ত্রী।
রোববার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজারে তিনদিনের সফরের অংশ হিসেবে তার সফরসঙ্গীদের সাথে নিয়ে তিনি পারকি সমুদ্র সৈকতে আসেন মন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এসময় পারকি সমুদ্র সৈকতকে আরো পরিকল্পিত পর্যটন করতে ট্যুরিষ্ট পুলিশের ব্যবস্থা করা হবে এবং সব ধরনের সৌন্দর্যবর্ধন এবং নিরাপত্তার জন্য কাজ করা হবে বলেও জানান তিনি
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. রাহাত আনোয়ার, ট্যুরিষ্ট পুলিশ সুপার আপেল মাহমুদ, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জাফর উদ্দিন চৌধুরী (ভিপি জাফর), সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্, স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম প্রমুখ।