Home অপরাধ চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আসামি গ্রেফতার করছে পুলিশ

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আসামি গ্রেফতার করছে পুলিশ

0
6

নিজস্ব প্রতিবেদক: (চট্টগ্রাম)
পুলশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিতকরণে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র-গুলি সহ তিনজনকে গ্রেফতার করছে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা, রাউজান থানা ও পটিয়া থানার যৌথ অভিযানে এসব অস্ত্র-গুলিসহ জহির আহাম্মদ, মোঃ সাকিবুল ইসলাম ও রানা নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গত (১৭ ও ১৮নবেম্বর) জেলা গোয়েন্দা শাখা ও রাউজান থানার অফিসার ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস আভিযানিক টিম রাউজান থানাধীন ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট মুসলিম হাই স্কুলের পাশে জহির আহাম্মদ এর মুদি দোকানের ভিতর অভিযান পরিচালনা করে থেকে, মুদি দোকানদার জহির আহাম্মদ–কে আটক করে। পরবর্তীতে ধৃত আসামী জহিরের মুদি দোকানের দক্ষিণ পাশে নিচের তাক থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ভর্তি ২টি পিস্তলের ম্যাগাজিন তার নিজ হাতে বের করে দেওয়া মতে উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামী জহিরের দেওয়া তথ্যর ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, রাউজান থানা ও পটিয়া থানার অফিসার ফোর্সের যৌথ অভিযানে পটিয়া থানার হাইদগাঁও মাইজপাড়া এলাকা হতে আসামী মোঃ সাকিবুল ইসলাম ও রানাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন রাউজান থানাধীন নোয়াপাড়া গ্রামের চৌধুরীহাট এলাকার মৃত অলি আহমেদ এর পুত্র জহির আহম্মদ (৫২),একই এলাকার মো. হাবিব’র পুত্র মো. সাকিবুল (২২),ও মো. হাবিব (ডাকু হাব্বে’র ) পুত্র মো. রানা।

এই পর্যন্ত চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা, হাটহাজারী থানা এবং রাউজান থানার বিশেষ অভিযানে চলতি মাসে অস্ত্র আইনে ৫টি মামলায় এ পর্যন্ত ৮জন আসামী গ্রেফতার করা হয়েছে।একটানা অভিযানে ১৬টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৮টি দেশীয় অস্ত্র, ৭৫ রাউন্ড গুলি, ২৪টি কার্তুজ উদ্ধার করা হয় বলে জানান পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু, বলেন আমরা চট্টগ্রাম জেলা পুলিশ অপরাধের মূলোৎপাটন করতে প্রতিজ্ঞাবদ্ধ, নিরাপদ চট্টগ্রাম গড়ার দৃঢ় প্রতিজ্ঞ।

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here