![]()
![]()
নিজস্ব প্রতিবেদক :(চট্টগ্রাম)
চট্টগ্রাম-১৪ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থীশ্রেণীর ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহীর নেতৃত্বে সম্প্রতি দোহাজারী পৌরসভার রাশিয়ার ফিল্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে শুরু হওয়া এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী এবং সাধারণ সমর্থকরা অংশ নেন। গণসংযোগ শেষে এটি রূপ নেয় গণ-সমাবেশে, যেখানে শফিকুল ইসলাম রাহী সাধারণ জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
তিনি বলেন, “আমার রাজনীতিতে কোনো পদ-পদবীর আকাঙ্ক্ষা নেই। এটি একটি সামাজিক দায়বদ্ধতা। মানুষের অধিকার রক্ষা এবং তাদের সুখ-দুঃখে পাশে থাকা আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত, বর্তমানেও সক্রিয় এবং ভবিষ্যতেও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিবেদিত থাকব।”
শফিকুল ইসলাম রাহী দোহাজারী রাশিয়ার ফিল্ড থেকে শুরু করে দোহাজারী বাজার হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে স্থানীয় দোকানদার, ব্যবসায়ী, পথচারী, গাড়ি চালক, শ্রমিক এবং সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেন।তিনি জনগণকে উদ্বুদ্ধ করেন যাতে তারা দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেন এবং বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসার লক্ষ্যে সমর্থন দেন।
তিনি আরও বলেন, “আমার রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ। জনমুখী এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম মজবুত করা হচ্ছে। আমি সকল নেতাকর্মীর কাছে আহ্বান জানাচ্ছি, আসন্ন নির্বাচনে ধানের শীষে যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পাশে থেকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন দোহাজারী উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং যুবসমাজ। এই কর্মসূচি শফিকুল ইসলাম রাহীর জনপ্রিয়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় জনগণের মধ্যে তার রাজনৈতিক ভাবমূর্তিকে শক্তিশালী করবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। স্হানীয় সূত্রে জানাযায় দীর্ঘদিন যাবৎ শফিকুল ইসলাম রাহী দলের দুঃসময়ে যখন ব্যানার ধরার লোক ছিলোনা তখন রাহী ছিলো রাজপথে বিএনপির ঢাল হয়ে।
প্রধান সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম
মোবাইল
০১৮১৬৮২৪৮০৭,০১৭৮০২৭৬১০৯
মেইল: news24ctg@gmail.com
অফিস
ঠিকানা কে পি প্লাজা,২য় তলা, কে
সি দে রোড, চট্টগ্রাম