নিউজ ডেস্ক: (চট্টগ্রাম)
চট্টগ্রামে ছাত্রদলের বিশাল সমাবেশ
বীর চট্টলার গৌরব জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বীর চট্টলায় প্রথম শহীদ ওয়াসিম আকরাম সহ সকল শহীদদের স্বরণে চট্টগ্রাম বিভাগীয় ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ছাত্রসমাবেশ। চট্টগ্রাম মহানগর ছাত্রদল আহবায়ক মো. সাইফুল আলমের সভাপতিত্ব ও সদস্য সচিব মো. শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় (১৬ জুলাই) বুধবার, নগরীর ষোলশহর বিপ্লব উদ্যান সড়কে অনুষ্ঠিত সমাবেশে
প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের কৃতি সন্তান,কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি বীর চট্টলার কৃতি সন্তান আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া। এই সমসয় নগর ছাত্রদলের যুগ্ন আহবায়ক নুর জাফর নাঈম (রাহুল) ও নগর ছাত্রদল সদস্য ইমরান হোসেন বাপ্পীর নেতৃত্বে বিশাল মিছিল সহকারে যোগদান করেন শতশত ছাত্রনেতাকর্মী। এসময় বক্তারা ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর সুশৃংখল বাংলাদেশ গড়ার আহবান জানান, এবং সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান।