নিউজ ডেস্ক: (চট্টগ্রাম)
দূর্নীতিবাজ আওয়ামীলীগের প্রভাবশালী এক মেয়র, কাউন্সিলর,ডাক্তার ও কয়েকজন আমলার বিরুদ্ধে দূর্নীতি বিরোধী যুদ্ধ ঘোষণা করে অভিযান করেন দুদকের কর্মকর্তা শরীফ উদ্দিন , দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে গিয়ে, ওই রাঘববোয়ালদের রোষানলে পড়ে চাকরি হারান দুদকের ওই কর্মকর্তা, এরপর হাইকোর্ট এ করা রিট চাকরি ফেরতের নির্দেশ দিলেন হাইকোর্ট।
বিশেষ সূত্রে জানাযায় আওয়ামীলীগের আমলে প্রভাবশালী একাধিক দূর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত করে অভিযান শুরু করে দূর্নীতি প্রমাণিত করেন তিনি তাদের দূর্নীতি ধামাচাপা দিতে বলির পাটা করেন দুদকের ওই কর্মকর্তাকে,চাকরি থেকে বরখাস্তও করা হয় থাকে।
এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার (৯ জুলাই) বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন।
২০২২ সালের ১৩ মার্চ চাকরি ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেন দুদকের সাবেক উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। শরীফের পক্ষে ব্যারিস্টার মিয়া মোহাম্মদ ইশতিয়াক রিটটি দায়ের করেন।
২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তখনকার চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা এক প্রজ্ঞাপনে তাকে অপসারণের বিষয়টি জানানো হয়।
চাকরি ফেরতের প্রতিক্রিয়া ও সামনে কর্মপরিকল্পনা নিয়ে জানতে চাইলে দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট, ন্যায়বিচার পেয়েছি, ৫ আগস্ট সফল গণঅভ্যুত্থান না হলে এই রায় পেতামনা। আমি কৃতজ্ঞ আমার আইনজীবীদের প্রতি , গণমাধ্যমকর্মীগণের প্রতি , সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমার অপসারণের বিরুদ্ধে তথাদূর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকেছেন তাদের প্রতি, আমার কলিগদের এবং সর্বোপরি কমিশনের প্রতি , অতিথে যেহেতু কাজ করতে গিয়ে হুঁচট খেয়েছেন সামনের কাজের গতি কি কমে যাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি কর্মকে প্রধান্য দেই, সেই ক্ষেত্রে দায়িত্ব পালনে বিভিন্ন বাধাবিপত্তি সৃষ্টি হতেই পারে তবে কমিশনের আদেশ অনুযায়ী কর্মসম্পাদনে আমি অবিচল থাকবো ইনশাআল্লাহ, অতএব কাজের গতি কম বেশী হওয়ার সুযোগ নেই কাজ কাজের গতিতেই চলবে যা আমার কতৃপক্ষ আদেশ করবেন তা যথাযথ প্রতিপালন কতে নিজেকে প্রস্তুত রাখবো এতে কোন পারিপার্শ্বিক বাধাবিপত্তি কাজের বিঘ্নঘটাতে পারবেনা।