নিউজ ডেস্ক : (চট্টগ্রাম) বঙ্গোপসাগরের প্রাণ প্রকৃতির অপরূপ সৌন্দর্য ‘পারকি সমুদ সৈকত। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত এই সৈকতের সৌন্দর্য রক্ষায় বীচ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশতিয়াক ইমন।
বুধবার (১ মার্চ ) দুপুর বেলা ২টার সময় ইউএনওর নেতৃত্বে এই পরিষ্কার অভিযান কার্যক্রম শুরু হয়। পর্যটকদের আগ্রহ বাড়াতে এবং সৈকতের সৌন্দর্য রক্ষায় উপজেলা বীচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে এই পরিষ্কার অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় চট্টগ্রাম জেলা বীচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও জেলা প্রশাসক চট্টগ্রামের পক্ষে বীচের উন্নয়ন অবকাঠামো নিয়ে আলোচনা হয় একটি মাস্টার প্ল্যানার টীমের সাথে।
এই সময় উপস্হিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মোমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রমজান আলী, বারশত ইউপি চেয়ারম্যান, বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য এম
এ কাইয়ুম শাহ্, ইউ পি সদস্য মো. তৌহিদুল ইসলাম, ইউ পি সদস্য মো. খলিলুর রহমান। পরিষ্কার অভিযানে সহযোগিতা করেন গ্রাম পুলিশ, এল জি ডি র ইউনিয়ন মহিলী কর্মীগণসহ বীচ এরিয়ার ব্যবসায়ীরা।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন জানান পারকী সৈকতকে বিশ্ব মানের আদলে মান রেখে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছি আমরা শীগ্রই একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে রুপ পাবে এই সৈকতটি।